Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ জানুয়ারি ২০২২

ভিশন এবং মিশন

ভিশন

স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক ক্ষুদ্রঋণ সেক্টর প্রতিষ্ঠার মাধ্যমে দেশের দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন।

মিশন

ক্ষুদ্রঋণ খাতকে কার্যকর ও দক্ষ নিয়ন্ত্রণের মাধ্যমে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানসমূহের জন্য সহায়ক ও সুষ্ঠু পরিবেশ তৈরি, কর্মসংস্থান বৃদ্ধি ও ক্ষুদ্র উদ্যোগ সৃষ্টি। মিশন অর্জনের নিমিত্ত অত্র অথরিটি নিম্নোক্ত কার্যাবলী নির্ধারণ করেছেঃ-

১.ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানসমূহের আর্থিক ব্যবস্থাপনায় সুশাসন এবং স্বচ্ছতা আনয়নের লক্ষ্যে যথাযথ নীতি প্রণয়ন এবং বাস্তবায়ন।

২.ক্ষুদ্রঋণ সেক্টরের সংকটপূর্ণ বিষয়ের উপর গবেষণা পরিচালনা করা এবং দারিদ্র্য দূরীকরণে জাতীয় কৌশলের সাথে সামঞ্জস্যতা রেখে সরকারকে প্রয়োজনীয় ইনপুট প্রদান করা।

৩.ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানসমূহকে প্রশিক্ষণ প্রদান এবং টেকসই সংস্থা ও কার্যকরী ব্যবস্থাপনা সহজতর করতে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানসূহকে বৃহত্তর আর্থিক বিপনীর সাথে সংযোগ স্থাপনকরণ।

৪.অন্তর্ভুক্তিমূলক বাজার সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারকে সহযোগীতাকরণ।

৫.নীতি প্রণয়নে এবং অথরিটির সামাজিক দায়িত্ব পালনে তথ্য প্রবাহ নিশ্চিতকল্পে ক্ষুদ্রঋণ সেক্টরের অগ্রাধিকার বিষয়সমূহ সনাক্তকরণ।

এমআরএ’র দায়িত্বসমূহ

আইন অনুযায়ী নিম্নোক্ত ০৩টি মূখ্য কাজ পরিপালন করা এমআরএ’র দায়িত্বঃ-

১.সুস্পষ্ট আইনী ক্ষমতাসহ ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানসমূহের সনদায়ন,

২.সনদের শর্তানুযায়ী ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম পরিদর্শন করা,

৩.সনদ এবং চলমান পরিদর্শন সংশ্লিষ্ট নিয়মাচার পরিপালনে ব্যর্থ ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের উপর জরিমানা আরোপ করা।